রচনাকালঃ ০৩-০৮-২০১৪।


আহা কি মধুর সুরে
রিমঝিমিয়ে এল দেখ বৃষ্টি,
সারা আকাশ মেঘে ভরা
সূর্যি গেছে ঢেকে।
গুরু গুরু মেঘের ডাকে
প্রাণটা উঠে চমকি,
রৌদ্র গেছে কোন সকালে
উঠছে নাকো আর।
সকাল গেল সন্ধ্যা হলো
অন্ধকারে ঢাকা,
চাঁদ মামা যে কোথায় গেছে
নেইকো তার দেখা।
জোনাক পোকা ঝোপের আড়ে
লুকিয়ে আছে কোথা,
একটুখানি আয়না তোরা
দে না জ্বেলে আলো,
চলতে গেলে খাচ্ছি হোঁচট
যায় না দেখা ভাল।
খালে বিলে জলে ভরা
সুখ ধরে না আর,
ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমী
ডাকছে মনের সুখে,
আহা কি মধুর সুরে
রিমঝিমিয়ে এল দেখ বৃষ্টি।