০৭/০৮/২০১৪
ওগো সকল বনের পাখি
বন্ধু হবে নাকি?
এস তবে তোমরা সবাই
আমাড় ছোট্ট বাড়ী ।
নানান রকম ফল-ফলালি
দেবো তোদের খেতে
ঊঠাণ জূড়ে ছড়িয়ে রাখবো
শস্য দানার বীজ।
মনের সুখে খেয়ো সবাই
রোজ এসে এসে ।
রোজ সকালে যখন তোমরা
মধুর সূরে ডাকো
চক্ষু মেলে চেয়ে দেখি
সোনা ঝরা রোদ।
দখিণা ঐ বাতাস এসে
বলে কানে কানে ,
কেমন তোমার ঘূম হোলো গো
ওগো সোনার মেয়ে?
ঐ দেখনা  আকাশ জুড়ে
কত রঙিন পাখী
তোমায় তারা ঘূম ভাঙাবে
করছে ডাকা ডাকি।
এবার তবে উঠে এসো
চলো সবুজ মাঠে
মনটা তোমার জুড়িয়ে যাবে
নানান পাখী দেখে।