প্রেম সে  তো নয়তো কোন
ঠুনকো কাঁচের কণা,
যেমন খুশি তেমন করে
যায়না তারে ভাঙা।
যাকে তুমি ভালোবাসো
যাচাই করে নিও,
খাঁটি সোনা হয় যেন সে
মনের আয়নাতে।
লাইলি-মজনু যেমন ছিল
প্রেমে পাগল-পারা,
জগত জোড়া হয়ে তারা
রইল অমর হয়ে।
তেমন করে ভালবেসো
জীবন সাথীটাকে,
আনন্দ আর খুশী নিয়ে
জীবন উঠবে ভরে।
দুখের ছোঁয়া কভু যেন
না লাগে অন্তরে।