১১/০২/২০১৪                  


লক্ষ-কোটি  তারার মাঝে
জ্বল-জ্বলে এক তারা,
সে যে আমার সোনার বাংলা
স্বপ্ন দিয়ে গড়া।
আকাশ-বাতাস,চন্দ্র-সূর্য
সাগর, পাহাড়,নদী
সাক্ষি আছ তোমরা সবাই
দেখেছ কি তোমারা কভু
এমন মায়ের ছবি?
জ্বল-জ্বলে এক তারার মত,
সারাটি নিশীথ জাগি
সোহাগ ভরে কতনা যতনে
রেখেছে মোদের ঢাকি ।
ঝড় ঝাপ্টা যতই আসুক
দেয়নি দূরে ঠেলে  
আঁচল দিয়ে রেখেছে ঠেকে  
কষ্ট পাব বলে ।
কখনো তোমরা যেওনা দূরে
একলা তারে ফেলে
মিনতি আমার রাখ
দেশ যে আমার মায়ের মতন
তারে সদা ভালবেসো  ।