আমি কি আর মস্ত কবি?
লিখতে পারি কিছু?
মনের মাঝে এলোমেলো
কথা গুলো লিখি,
ইচ্ছে করলেও পারিনাতো
লিখতে আমি সবি।
কেমন করে লিখব বল?
দুচোখে যা দেখি;
কোথায় আছি আমরা এখন
বলতে পারি নাতো।
সুন্দর এই দেশের ছবি
থাকলো না আর মনে,
হিংসা আর অত্যাচারে
ভোরে আছে সবি।
রাজাকার  আর আলবদরের  
অত্যাচারের কথা,
যাইনি ভুলে আজো সবে
আছে মনে গাঁথা।
কি পেয়েছি কি পাইনি
হিসাব করে দেখি,
শূন্যে ভরা ফাঁকা সবি
মনের মাঝে আজি।