০৭-০৭-১৫


জমিলার দাদা শুয়ে থাকে বিছানায়,
প্রতিটি  মুহূর্তে  ভাবে ,
এই বুঝি এলো মৃত্যু দূত দরজায়
বিশটি বছর কেটে গেল
পরে আছি বিছানায়
কেওই আর এসে বসে না পাসে
নেয় না খবর কেওই আমার এসে
বেঁচে থেকেও মরে আছি
এই ধরণী আমায় রেখেছে বেধে
মৃত্যুর কি বেদনা তা বুঝাবার
তাই ভাবি মনে মনে
এই অসার দেহখানি
লয়না কেন বিধাতা টানি
জুরাত জ্বালা এই দেহ খানির
আবার ভাবি ঘুম থেকে
জেগে উঠে যদি দেখি
দু পায়ে হেঁটে  হেঁটে
ঘুরছি অলিগলি কতনা বাড়ি বাড়ি
হায় বিধাতা দাওনা শক্তি আমায়
আবার আমি আগের মত
খুশি মনে দিন কাটাতে পারি।