ওরে আমার ছোট্ট মানিক
আমার নয়ন মনি,
অনেক দূরে আছিস তুই
আমায় একা ছেড়ে।
তোকে ছাড়া দিন কাটেনা
তোকে নিয়েই ভাবি,
তোর ছোঁয়াতে এ ঘর আমার
থাকে সদাই ভরি।
ছোট্ট ছোট্ট পা দিয়ে তুই
ঘুরিস সারা বাড়ি,
তোকে ছাড়া সব কিছু তাই
শূন্য লাগে ভা-রি!
আয় না ওরে সোনা মণি
আয় না তাড়াতাড়ি,
শূন্য বুকে আয় চলে আয়
ওরে আমার পাখি।
থাকিস না আর দূরে দূরে
আয় না তাড়াতাড়ি।


(ছোট্ট নাতনি গ্রামের বাড়ি যাওয়ায়)