তখন দৃষ্টি অাকাশ পানে
হাতে নিয়ে কলম অার খাতা
লেখবো একটা কবিতা
তাই ভাবছি অানমনে বসে একা
হঠাৎ বুকে চিন চিন ব্যথা
হয়তো পরেছে মনে
ফেলে অাসা দিনের কথা
কি লিখবো কবিতায়
কিছুই পাচ্ছি না ভেবে
শুরু হলে টিপটিপ বৃষ্টি
তবুও যেনো অানমনে
অাকাশ পানে দৃষ্টি
বৃষ্টির ছন্দে নাচছে
গাছের পাতা অার পাশে
বেজে উঠলো মিষ্টি গান
পুরানো সেই দিনের কথা
মন বলছে বৃষ্টির জলে
ভিজিয়ে নিতে দু পা
কিন্তু বন্দি যে অামি
পায়ে শাসনের শিকল বাধা