এক শিশুসুলভ মানসিকতার  বশবর্তী হয়ে,
যখন পেরিয়ে যাই
তেপান্তরের নীল সীমানায়,
যেখানে সমুদ্রের ঢেউ
ভাসিয়ে নিয়ে যায়  সব স্বপ্ন,
ফিরিয়ে দিয়ে যায়
যত আশা আকাংখায় ভরা জীবন।
সে সব স্বপ্ন যেন
লালপরী,নীলপরীর গল্পের মত,
মজার দেশের রাজপুত্র ,রাজকুমারীরা
সুন্দর ঝলমলে পোশাকে,
যেন তাদের আপনজনদের অপেক্ষায় দিন গুনছে,
মুগ্ধ চোখের চাহনিতে  যে সুর বাজে ,
এ যেন সেই সুর,
সবকিছুকে ছাপিয়ে নিয়ে চলে যায়
সাগরপারে রূপকথার দেশে।
এক শিশুসুলভ মানসিকতার
বশবর্তী হয়ে পেরিয়ে যাই  নীল সমুদ্রের দেশে।