বেহিসেবি মন হিসেবী সময়ে ঘুরপাক খায়
কার সিঁথির সিথানে শিষ দিতে দিতে জলকে যায়।
পড়ে থাকে শুধু এক টুকরো সময়
আর কিছু এলোমেলো গান, কবিতার আধখানা লাইন।
কাগজের কার্পেটে লেপ্টে থাকে পেলিকেন কালির ফোঁটা।
তিনকোণা বুড়ো ছেঁড়া ছালায় মুড়ে বসে আছে ল্যাম্পপোস্টের নীচে।
আজ তার না ঘুমাবার রাত।
নীল পলিথিনের অস্বচ্ছ ঘরে ঢুকে পড়েছে চঞ্চলা বাতাস
ভাংগা পূর্ণিমা ভিজিয়ে দিয়েছে কার্ডবোর্ডের বিছানা।
তিনকোণা বুড়োর মন
ঘুরে বেড়ায় চলনবিলের উত্তাল ঢেউয়ে।
চোখের সামনে ভেসে ওঠে লালচে শোল মাছের পিঠ
নীরবে ঝিলিক দেয় বিলের বালিতে ঘষা চকচকা কোচ।
এমন ভাংগা পূর্ণিমায়
মাতাল মন উতল হলে কার কি আসে যায়।
শুধু হাওয়া বয় থেকে থেকে -
পড়ে থাকে ছেড়া পলিথিন কার্ডবোর্ডের বিছানা,
কোটরাগত দুটো চোখ নিশ্চল শীর্ণ হাত।
বেহিসাবি মন হিসেবী সময়ে মাতাল হয় মাতাল হয়।


২৯.০৮.২০১৭