এটা তোমাকে নিয়ে আমার শেষ কবিতা
হয়তো শেষ কথাও
বুকটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে
শ্রাবণ মাসের আকাশের
মত দুচোখ ভেঙ্গে কান্না আসছে
এতদিন তোমার দ্বিধায় বেঁচে ছিলাম,
তোমার মিথ্যে স্বপ্নে বিভোর ছিলাম।
জানো, এতদিন তোমাকে ভালোবাসা ছাড়া কোন কাজ আমি মনোযোগ দিয়ে করিনি, কাল থেকে আমার ছুটি।
আমি দীর্ঘ অবসরে চলে যাব এখন আমি বিশ্রাম নেব।    
এত দীর্ঘ অপেক্ষায়
আমি যে বড় ক্লান্ত ;
দুই চামচ চিনি দিয়ে
কাল থেকে আমি ধোঁয়া ওঠা গরম কফি খাব
এতদিন তুমি আমার জীবনের
অভিধান ছিলে সে কথা
বেমালুম ভুলে যাব।
তুমি ভালো থেকো
পারলে আমাকে তোমার স্নানের
ধুয়ে যাওয়া পানিতে রেখো।