ময়ূরাক্ষী,
সারা শহর ঘুমিয়ে গেছে
মুঠো ফোনের ওপাশ থেকে,
বোধ করি জেগে আছো।
এ পাশটা তেও কতশত নির্ঘুম রাত কেটে যায়
তোমার চোখের দিকে তাকিয়ে,
কত রাত্রি ভোর হয়ে যায়
(লোকচক্ষুর অন্তরালেই)
আমি মুহূর্তেই হারিয়ে যায়
হাজার বছরের পুরনো সেই পথ
গহীন অরন্য।
তুমি এসবের কিছুই জানো নাহ
শুধু ফুসফুসে জমতে থাকা,
ক্ষুদ্রা ক্ষুদ্র নিকোটিন কনা সাক্ষী হয়ে থাকে।
তারপর অচেতনে ঝাপসা এই আমি
কলঙ্কের আঁধারে ঠোট হারায়
অবহেলার ছলে।
(আমার শরীরে গন্ধ রেখে যাও তুমি)
আমি একটি জীবন পার করে দেব
শুধু তোমাতেই ডুবে থাকব।
দিনের শেষভাগে শুধু কয়েকটা পেগ এলকোহল।
আবারো একটিবার ঝাপসা হোক আমার সবকিছু
শুধু তোমার চোখটুকু থাক।