যদি মরণের পরে,
এই পৃথিবীতে আসতে হয় ফিরে
আবার নতুন করে
প্রথম মৃত্যুর পরে দ্বিতীয় জন্মে।
যদি ধরতে হয় কলম
আবার প্রথম জন্মের মতন,
হতাশা গ্রস্থ লোক যত
চেয়ে থাকে আমার দিকে অবরাম
নিয়ে মুক্তির স্বপ্ন শত,
লিখব আমি তাদের নিয়ে
শত আনন্দের পতাকা উড়াই যারা দু'মুঠো ভাত পেয়ে।
আমি সাইক্লোন আর টর্নেডোর মত
কাঁপিয়ে দেব তাদের ভিত,
আমার কলম বারবার গাইবে
অন্যায় অত্যাচারী স্বামীর সেই ধ্বংস যোগ্যের গীত।
আমার লেখায় ঝড় উঠবে
আর শোষিত মানুষের বিজয় পতাকা উড়বে।
যদি আসতে হয় ফিরে
দ্বিতীয় জন্ম নিয়ে, প্রথম মৃত্যুর পরে।
আমি জ্বালাবো আগুন
সেই অত্যাচারীর পটে
যেমন করে আয়লা আসে
ঐ সমুন্দর তটে।
আমি গাইবো বাংলার জয়গান
যার সাথে মিশে আছে ৩০ লক্ষ প্রাণ।
যদি আসি ফিরে,
আবার নতুন করে।
আমার লেখায় হায়নার জান
বারবার উঠবে কেঁপে
আমার ডাকে ভাঙা বাঁশিতে
'৭১ উঠে বেঁজে।
আমি অমানিশার আঁধারে
খুঁজব কাঙ্খিত সেই প্রাত
আমার লেখায় আসবে ফিরে
বদরের শহীদের জাত।
প্রথম মৃত্যুর পরে
যদি আসতে হয় ফিরে
দ্বিতীয় জন্ম নিয়ে।
আমি আনব  ফাগুন,
জ্বলিয়ে আগুন
দেবতার সিংহাসনে।
আনব আমি সেই প্রাত
বাংলার বাঙালী যা পূঁজে মনেমনে।
আমি আবার,
ধরাকে করে যাব সুন্দর;
যদি আসতে হয় ফিরে
দ্বিতীয় জন্ম নিয়ে।
০৯/০৬/১১