নির্লিপ্ত নগরীর অলিগলির ভেতরে
কারারুদ্ধ বিড়ম্বিত ভাগ্য’র অন্বেষণে
এদিক থেকে ওদিকে-
কত বেলা হয়ে গেল
পাল্লা দিয়ে বাড়ছে রোদ্দুর
বুক জ্বলে যায় তৃষ্ণায়
পেটে ক্ষুধার আগুন
কাজের সন্ধান মিললো না কোনদিকে।
যখন আর সহ্য হয় না
হাত বাড়ায় মানুষের দিকে-
‘কাজ করে খা, ভিক্ষে করিস কেন’?
উপদেশবাণী বাতাসে মিলায়।
আমারে কোন কাজ দিবেন? যে কোন কাজ?
‘যা যা! আমার কাসে কি? অন্য কোথাও যা’।
চোখে জল আর আসে না-
খিদা চোখের জল শুষে নিয়েছে।
আবার সেই পুরনো খেলা শুরু হয়-
নির্লিপ্ত নগরীর অলিগলির ভেতরে
কারারুদ্ধ বিড়ম্বিত ভাগ্য’র অন্বেষণে
এদিক থেকে ওদিকে।