পাঁজরের হাড়গুলোকে মই বানিয়ে
সরীসৃপের ন্যায় নেমে যাচ্ছে নীচের গিরিখাদে
জলজ জীবনের যবনিকা টানার অভিপ্রায় নিয়ে-
অথচ মূকাভিনয়ের সূত্রপাত হল মাত্র।
নিস্ফল আক্রোশ আর উন্নাসিক প্রলোভন
নতুন মাত্রা যোগ করে হাতের তালুতে আঁকা উল্কিতে।
ললাট বিদীর্ণ করে বেরিয়ে আসা অন্ধকার
কতটুকু আর কালো করবে মধ্য শর্বরীর কৃচ্ছ কৃষ্ণতা?
আরেকটু নীচে নামলেই ছিঁড়েখুঁড়ে খাবে হায়নার দল
অথবা ধর্ষকের ভূমিকায় নিজেই নেমে যাবে।
মহাকাল থেকে মহালগ্নে
মুহুর্মুহু নেমে আসে উপাসনার অগ্নিবার্তা
শোণিত ধারায় ভেসে আসা ফুলের নৈবেদ্যে
এবার শুরু হোক নতুন মহাযজ্ঞের।
আবর্জনায় নিক্ষিপ্ত হয় বঞ্চিত বিপন্ন মনুষ্যত্বের ভিত-
রক্তস্নান শেষ করে এবার মন্ত্র পড়া শুরু করে পুরোহিত।