আমার কষ্টগুলো মিশিয়ে দিয়েছি আকাশে
আকাশ ছড়িয়েছে আর সুবিশাল নীলিমায়
দহন জ্বালা বপন করেছি অনূঢ়া ভূমিতে
ফসলের অপেক্ষায় কালাতিপাত করি-
তীব্রতার ঢেউগুলো আছড়ে পড়ে তুমি’তে!
ফোঁটা ফোঁটা যন্ত্রণা আমি সাপকে দিয়েছি-
সযতন লালনে তা পরিণত তীব্র বিষে-
রক্ত জমাট বাধিয়ে সব দুঃখ করুক লাঘব
তোমার শুভাগমন হে অতিথি ‘দংশন’!
গভীর আঁচড়ে সব ফালা ফালা হয়ে যাক
অবশিষ্ট থাকুক শুধু চাঁদের গায়ের দাগগুলো!
কাগজের উপরে আমার নামে কিছু লেখা-
ওগুলো স্বীকৃতি নয়- ছিল না কোন কালে
আমার নামে দুর্ভাগ্যের শমন জারি ছিল
হতভাগা আমার হয়নি কোন কালে দেখা।
আমার কষ্টগুলো শিশির হয়ে ঝরে-
শীতের অপেক্ষায় থাকে না;
দ্বিপ্রহরের প্রচন্ড উত্তাপেও স্নিগ্ধ আমেজে
ঝরে পড়তে থাকে খরাতপ্ত অতৃপ্ত দুই গালে।
আর মানুষ নয়,
এবার চাই তীব্র এক পতঙ্গ জীবন!
ভদ্রতার খোলস থেকে বেরিয়ে আসা প্রজাপতি হয়ে
আলিঙ্গনে জড়িয়ে নিতে চাই মর্মরিত মুক্ত সমীরণ।