যায় দিন যায় প্রাণ,
গাই জীবনের জয়গান!
দিতে যদি হয় দেব,
দেশের তরে জান।
শান্তির মানচিত্র এঁকেছি
বুকের উষ্ণ রক্ত দিয়ে।
সাদাকালোর আলপনা
রাঙ্গিয়েছি লাল দিয়ে-
দেশকে ভালোবেসেছি
তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে।
অপেক্ষা নতুন দিনের
জন্ম নেব আবার
নতুন করে নতুন বেশে
আসব ফিরে আবার।
আমরা ছিলাম থাকবো
তোমাদের ভালোবাসা হয়ে
আমাদের তোমরা রেখো
স্মৃতির পাতা ঘিরে।
রক্ত শুকিয়ে গেছে
হয়ত মুছেও যাবে অচিরে-
কিন্তু প্রাণের সৌরভটুকু
তুলে রেখো বঙ্গ কুটিরে।
সাদাকালো অতীত হয়ে
থাকবো তোমাদের পাসে-
হয়ত ঠাই মিলবে না
তোমাদের নতুন ক্যানভাসে।