গগনবিদারী এক চিৎকার দিয়ে বল, তুমি এসেছো
তোমার শব্দ প্রতিফলিত হোক রন্ধ্রে রন্ধ্রে-
উত্তাল বাতাসের সাথে মিশিয়ে দাও আগমনী বার্তা
পানির কূলহারা স্রোতে ভাসিয়ে দাও সব অপেক্ষা
সময় ঝরে পড়ুক শীতের ঝরা পাতার মত
সময় থমকে যাক বিস্ময়কর বাকরুদ্ধ হয়ে!
সাইক্লোনের মত ক্ষ্যাপাটে হয়ে জানিয়ে দাও
তুমি এসেছো!
বাতাসে এখনও ভাসে রক্তের গন্ধ
খুনীর কালো হাত এখনও তোমাকে কলুষিত করে
স্বজনহারা মানুষের হাহাকার
পাগলের মত খোঁজে তোমাকে প্রতিটি রক্তকণিকায়
তুমি আসবে বলে! তোমারই প্রতীক্ষায়-
চোখের পাতায় ঘুমের পরিবর্তে বিষ নিঃশ্বাসের ছোঁয়া
আকাশে তারার বদলে এখন দেখি শুধু বুলেটের স্ফুলিঙ্গ
বকুল ফুলে এখন শুধু ঝলসে ওঠা বারুদের গন্ধ!
তুমি ভেঙে চুরে গুড়িয়ে দাও সব অন্যায় অবিচার
প্রতিষ্ঠা হোক আবার সব ক্ষয়ে যাওয়া মানবাত্মার
মানুষ জেগে উঠুক নব নব অনিন্দ্য বিজয়োল্লাসে!
বাঁধ ভাঙা জোয়ারের মত তুমি প্লাবিত কর-
ঘোষণা কর সাড়ম্বরে-
স্বর্গমর্ত্য ভেদ করে, জানিয়ে দাও-
তুমি এসেছো।