জানালার পর্দা সরিয়ে দূরে তাকাই
চোখের দৃষ্টি যেখানে গিয়ে থামে-
নিজেকে দেখতে থাকি, গৃহ হারা
ঠিক মেঘের মত।
মন যখন বিদ্রোহ করে শরীরের সাথে
তখন আমি দিশেহারা হয়ে যাই-
ভুলে যাই আমি একজন রক্তমাংসের ক্লীব
যেখানে পচন ধরে প্রতিনিয়ত।
আকাশ পানির স্রোতে ঘোলাটে হয়ে আসে
তরঙ্গে নাচতে থাকে মন-
শরীর রুপান্তরিত হয় পূর্ণ পাথরে
মন ছুটে যায় অসীমে, বাঁধনহারা-
চিরতরে গৃহ হারা।