দূর দিগন্তে দিতে হবে পাড়ি
সাত সমূদ্র পার হয়ে যেতে হতে
তবেই দেখতে পাবে আমার বাড়ি।
বন্ধু তোমাকে আমি জানাই নিমন্ত্রণ
এসে একবার দেখে যাও
কোথায় বাড়ি আর কোথায় আপনজন!
রাতে তোমাকে শোনাবো সমূদ্রের কান্না
বাতাসের বুক চিরে বের হওয়া সে শব্দ!
তোমাকে দেখাবো ভালোবাসার সেতু
বৈপরিত্য’র মাপনি দিয়ে মেপে দেখো
কতখানি হয়েছে তা মজবুত!
আরো কিছু হয়ত বাকী রয়ে গেছে –
বাড়ুক আরো কিছু ঋদ্ধ সময়
যদি পারি সব শোধ করে দেব ঋণ!
তোমাকে দেখা কালো মেঘের পাহাড়
স্তুপের পর স্তুপ- ঢেকে যায় তারার মেলা
তুমি দেখবে অন্দকারের কতরকম খেলা!
বন্ধু আসবে তুমি?
গ্রহন করবে আমার নিমন্ত্রণ?
সাত সমূদ্র দূর থেকেও আমি
তোমায় করবো সাদরে বরণ।