আজ তোমাকে আঁকতে চাই না,আজ তোমাকে লিখতে চাই।
সূক্ষ্ম পেন্সিল দিয়ে হয়ত সূক্ষ্ম বিশ্লেষণ।
নয়ত হাত থেকে পরে যাওয়া কলম দিয়ে বার বারের চেষ্টায় তোমার বিবরণ।
আমার এই নিষ্প্রাণ হাতটি দিয়ে তোমার সেই কোমল হাতের কথা।
আমার এই শীতের চোখ দুটি দিয়ে তোমার সেই বসন্তের চোখ দুটি দেখা।
আমার এই ম্লান ময়তা নিয়ে তোমার সেই ঝংকার তোলা হাসি,
আমার এই কর্কশ কণ্ঠের কাছে তোমার সেই কণ্ঠের সুরের বাঁশি।
আমার এই আবেগী মন নিয়ে তোমার কাছে তীব্র অনুনয়,
তোমার সেই কঠিন, না না শেষ বাক্যে তোমায় কঠিন বলব না।
তোমার সেই তরল নির্মমতাই আজ আমার পরিচয়।