কোন পথে পা বাড়িয়ে দিব?
যে পথে তোমার বিচরণ!
তোমার ভালবাসায় মরতে জানি না,
জন্ম হতে জানি আমরন।


সেদিন কতটুকু ছিল আমাদের প্রণয়,
ছিলাম কি খুব পাশাপাশি?
এ কি ছিল চাঁদ সূর্যের মিলন,
চন্দ্রগ্রহণের কাছাকাছি?


কিছু জানি না আমি, কিছু বুঝি না
নিজেকে কতটুকুই বা জেনেছি?
আজ মনে হচ্ছে নিজেকে যতটুকু জেনেছি,
সবটুকু তোমাকেই জেনেছি।


মন্দির কাছে টেনে নিও,
চোখের জলে আমি তোমার প্রদীপ নেভাবো।
আজ আমার আর কি বলার?
তোমার কাছেই নিজেকে প্রার্থনা করে যাব।