পৃথিবীর নির্মল বাতাস পাওয়ার জন্য শেষবারের মত নিঃশ্বাস নিলাম।
বাতাস আজ দূষিত।
নিঃশ্বাসের সঙ্গে নিলাম একগ্লাস কার্বন মনোঅক্সাইড।
প্রাণনাশের পথে আমি, রক্তে মিশে আছে অক্সি-হিমোগ্লোবিন।
কী সুন্দর এ পৃথিবী!
আসার সময় দিনক্ষণ সব নির্ধারিত,
সব আয়োজন হয়েছিল অক্লান্ত পরিশ্রমে।
আজ পরিশ্রম আমার একার।
কিন্তু দিনক্ষণ জানা ছিল না আগে।
সকল তিক্ত সম্পর্কও আজ মধুর।
জীবন আজ কত মায়াময়!
কিন্তু হায়, এই মায়াময়তা উপলব্ধির শাস্তি স্বরূপ বিদায়।
অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যাওয়ার বিদায়।
স্বপ্নালু চোখগুলো বন্ধ করে বিদায়।
হৃদযন্ত্রের সিস্টোল ডায়াস্টোলের বিদায়।
নিউরনগুলোকে ছুটি দিয়ে বিদায়।