হয়ত আমি তোমার জীবনে সূর্যের মত প্রখর ছিলাম না।
হয়ত ছিলাম না কোন ধ্রুবতারাও,কিন্তু মিটি মিটি আলোর এক ছোট জোনাকি হয়ে আমি তোমার জীবনে এসেছিলাম।
কেন এসেছিলাম জানো?
এসেছিলাম তোমাকে সিনগ্ধ করতে।
পৃথিবী বড় স্বার্থপর, পৃথিবীর মানুষগুলোও,
তাই তো তুমি মিটি মিটি আলো চাও নি চেয়েছ চোখ ঝলসানো আলো।
আমিও কিন্তু কম স্বার্থপর নই, হবোই বা না কেন বল?
আমিও তো সেই স্বার্থপর মানুষগুলোরই একজন।
স্বার্থমগ্ন এক সাগরে ডুবে আছি আমি,তুমি এবং আমরা।
তোমার প্রতিটি পাগল প্রায় চাওয়া আমাকে আমার অস্তিত্ব উপলব্ধি করায়,
আচ্ছন করে রাখে এক অকৃতজ্ঞ সুখে।
সব দোষ কিন্তু তোমায় দেইনি।
স্বাভাবিক স্বার্থপরতা তোমার কিন্তু অস্বাভাবিক অকৃতজ্ঞতা আর স্বাভাবিক স্বার্থপরতা আমার।
যুক্তিতে বোঝার দরকার নেই অনুভবেই বুঝে নিও।