প্রেম, ভালোবাসা আসলে কিছুই না,
সবই মোহ মায়ার দেয়ালে ঘেরা এক ছলনার ঘর।
যার মেঝেটা মিষ্টি মন ভোলানো কথার,
জানালা দুটো মিথ্যার আর দরজাটা প্রতারনার।


সম্পর্ক আসলে কিছুই না,
সেটা মরা নদীতে চলা গন্তব্যহীণ একতরী।
যার পাটাতনটা ধোঁকার, পালটা অবিশ্বাসে বাঁধা আর বৈঠাটা অভিনয়ের।


স্বপ্ন আসলে কিছুই না,
আনাড়ি কোন হাতে বোনা জাল মাত্র।
যার সূতাগুলো বিষাক্ত, আছে বাস্তবতার অসম বুনন আর ভয়াবহতার বড় বড় ছেড়া।


জীবনের সঙ্গী আসলে কিছুই না,
সে নিছকই তুচ্ছ আকাঙ্ক্ষা।
যার নজরটা সন্দেহের, হাঁসিটা আসামীর আর
স্পর্শটা কাঁটার।


জীবনটাই আসলে কিছু না,
মরিচা পড়া হৃদয় নামক এক ইঞ্জিনের গাড়ি মাত্র।
যার রঙটা মাংসের, স্টেয়ারিংটা অস্থির আর
জ্বালানিটা রক্তের।