একদিন তুমি আমার দুয়ারে আসবে ঠিকই,
সেদিন আর তোমার কড়া নাড়া আমাকে উত্তেজিত করবে না।
সেদিন আর প্রসারিত বাহুতে তোমাকে আগলে ধরব না।
একদিন তুমি আমার পথ পাণে চেয়ে থাকবে ঠিকই,
সেদিন আর তোমাকে পেয়ে মিষ্টি হাঁসি হাঁসব না।
আমার উষ্ণ কোমল হাতটি বাড়িয়ে বলব না – চল একসাথে হাঁটি।
একদিন তুমি আমার জন্য কাঁদবে ঠিকই,
সেদিন আর আমার আঁচল দিয়ে তোমার চোখ মুছে দিব না।
কোমল চোখে তাকিয়ে বলব না – তোমার সব অশ্রুজল আমার।
একদিন তুমি আমায় ভালোবাসবে ঠিকই,
সেদিন হয়তো আমি আর তোমাকে ভালোবাসব না।
আর ভালবাসলেও অধিকারের সহিত বলব না – তোমাকে ভালোবাসি।
আগেই তো বলেছিলাম – এত দূরে ঠেলে দিও না,
এতদূরে ঠেলে দিলে একদিন এত দূরে হারিয়ে যাব যে খুঁজলেও পাবে না।
আর যদি পাও ও সেদিন আমি তোমাকে চিনব না।