হয়ত আমায় আজ ছলনাময়ী ভাববে,
হয়ত ভাববে তোমায় এতদিন রেখেছিলাম
প্রতারণার এক অথৈ সাগরে।
আমি ছলনাময়ী নই গো, প্রতারকও নই।
নিয়তির এক অন্ধকার কুয়োতে পড়ে আছি প্রতীক্ষার শতাব্দী ধরে।
আমার হৃদয় কোন মিথ্যার অরণ্য নয় গো,
সত্যের খরায় পুড়ে যাওয়া এক মরুভূমি মাত্র।
আমার অন্তর কোন আগ্নেয়গিরি নয় গো,
তোমার মন্দিরে রাখা শুভ্র প্রদীপ মাত্র।
হয়ত আমায় আজ নিষ্ঠুর ভাববে, হয়ত ভাববে
তোমায় এতদিন রেখেছিলাম নির্মম কোন খেলাচ্ছলে।
আমি নিষ্ঠুর নই গো, নির্মমও নই।
কোমলতার আকাশে সূতা ছেঁড়া এক ঘুড়ি হয়ে উড়ছি প্রতীক্ষার শতাব্দী ধরে।
আমার জীবন কোন তাসের ঘর নয় গো,
আকাঙ্ক্ষাহীন ইটের তৈরী এক দেয়াল মাত্র।
আমার স্বপ্ন কোন প্রজাপতির ডানা নয় গো,
তোমার রঙে হারিয়ে যেতে চাওয়া এক অন্ধ উইপোঁকা মাত্র।
আজ আমি ব্যর্থ, আমার হাতে ছেড়া কয়েকটি পাতা মাত্র।
একাগ্রচিত্তে সুন্দর কোন ছন্দ তৈরির অতিরিক্ত চেষ্টার এটা ফসল মাত্র।