কাঁচপোকায় ঘেরা আজ তোমাদের জীবন।
খুব সহজেই ফাটল ধরে, খুব সহজেই ভেঙ্গে যায়।
পিপীলিকার কাছে ধ্বংস আজ তোমাদের জীবন।
রক্ত মাংসের দেহ খাচ্ছে কুঁড়েকুঁড়ে, পুরোপুরি নিশ্চিহ্ন হবার পথে হায়।
শকুনের সুখে আচ্ছন্ন আজ তোমাদের জীবন।
গলন পচঁনের নির্লিপ্ততার পরে, মিশে যাওয়ার সুখটুকুও না পায়।
আঁধারের কালোতে ডুবে আছে আজ তোমাদের জীবন।
সাঁতরে সাঁতরে তীর খুঁজে ফিরে, এক পেয়ালা জোনাকি আলো পর্যন্ত না খায়।
পুরো জায়গা জুড়ে ছেয়ে থাকা আগাছা আজ তোমাদের জীবন।
যেকোনো সময় উপরে ফেলে, অস্তিত্ব টিকিয়ে রাখার অধিকারটুকু না চায়।