দৃ‌ষ্টির সীমান‌া পে‌রি‌য়ে, অতীত‌কে  অতীত ক‌রে
তু‌মি যেওন‌া কা‌রো মন‌দে‌শে
‌খোদার দোহাই ; যেওনা আগন্তু‌কের বে‌শে ।
‌চে‌য়ে দেখ - সু‌বিশাল সু‌নীল অভ্র
‌চে‌য়ে আ‌ছে তোমার মুখপা‌নে,
বু‌কে তার অন্তহীন কা‌লো মে‌ঘের ভেলা
শ্রাবণী আকাশ বা‌রি রু‌পে কাঁদ‌ছে ।
‌চে‌য়ে দেখ - শশীর বুক অ‌ভিমা‌নের তি‌মি‌রে ঢাকা
নদী, মাঠ, ক্ষেত, জঙ্গল এমন‌কি অসমাপ্ত প্রান্তর
‌যেথায় যাও - লুকাও ; সে তোমায় দৃ‌ষ্টি‌তে রাখ‌বে
‌পিছু ছাড়‌বে না কভু - আমৃত্যু ।


আ‌লেয়ার আ‌লো থে‌কে ফে‌রো, দেখ ----আশা‌ন্বিত জে‌লে আজ আশাহত নিরাশ
‌চো‌খে তার টলমল করুণ চাহ‌নি ।
ঘা‌সের অন্তরা‌লের ক্লান্তা বকটা বড়ই‌ প‌রিশ্রান্ত
পাখনায় ঠোঁট গুঁ‌জে, গভীর ঘু‌মে নিম‌জ্জিত আজ ।
‌কি‌শোরী মে‌য়ে‌টি বা‌লি‌তে শুঁ‌য়ে আ‌ছে
এত‌দিন সে বা‌লি নিয়ে খেলত - আজ বা‌লিই  তা‌কে ‌খেলা‌চ্ছে ।


জা‌নি তু‌মি ফির‌বে না আজ - লোভাতুর হৃদয়
‌লো‌ভের সাগ‌রে ভাস‌ছে ; এক‌দিন তু‌মি
তর‌ঙ্গে খন্ড বিখ‌ন্ডিত হ‌বে জা‌নি ।
বুঝ‌বে সে‌দিন অস্ফূট মৌনতার মর্মার্থ ।


মৌলোভী ভ্রমর হ‌য়ে হৃদয় কান‌নে মম
এ‌সে‌ছি‌লে তু‌মি  ; বিস্মৃ‌তে অন্য‌ত্রে দিলে পা‌ড়ি
‌দেহ‌‌ভোগ ক‌রে অব‌শে‌ষে তু‌মি আমা‌কেও দি‌লে আ‌ড়ি
‌ভেবনা'ক এই  পুষ্প কানন আ‌জো প‌ড়ে আ‌ছে  একা
‌কো‌নো এক‌দিন অন্য ভ্রমর কর‌বে আবার দেখা ।