মোরা নবীন; চোখে মুখে বিদ্রোহী জোয়ারের প্লাবন,
যাদের হাতে সহস্র বছর পৃথিবী নিয়ন্ত্রিত,
যাদের দ্বারা আলোকিত এই ধরনীর আঁধার।
আমি সেই নবীনের দলভুক্ত- যারা বায়ান্নতে রাজপথে
রক্ত বিসর্জন দিতে অকুণ্ঠিত ছিল।
আমি সেই নবীন- যারা জীবনের ঝুঁকি নিয়ে
মুচড়ে দিয়েছিল একাত্তরের শয়তানি রক্তাক্ত হাত।
মোর এক ইশারায় উড়ে যাবে প্রাসাদের ধূলিকণা,
বিচূর্ণ হবে বিদগ্ধ ইট; ধসে যাবে দালান তাদের
পরের শ্রমে যারা মস্ত দালান গড়ে, আবার শ্রমকে করে ঘৃনা।
মোর এক পদক্ষেপ করতে পারে নতুন বিশ্ব সৃষ্টি,
নষ্ট হবে বিভেদকারীর চোখের ঐ দৃষ্টি।
দুঃসাহসী নবীন মোরা, দৈন্য করিনা ভয়
বিরহভূমি ক্ষয়ে ফেলে আজ, বিশ্ব করব জয়।