ও বৃষ্টি তোমার উপুড় হয়ে পড়ার রহস্য কি
তপ্ত বুক শীতল করে দাও, চলছে খরাকাল
শ্যাম বালিকার লাল ঠোঁট ভেজাও
আমার চোখের নালিশ ভেজাও
খুব ভিজতে ইচ্ছে করে আজকাল।
প্রেম কি তবে সর্বনাশের গুড়ুমগুড়ুম ডাক
শস্যপ্রাণে প্রাচুর্যের ঘেরাটোপ-
স্বপ্নচাষি হয়ে আমি রই যে নির্বাক।
চলো উইল করে দেই সুখের চুমুক
ফোঁটা ফোঁটা ঘামের নোনতা সুখ।
আকাশ ফুঁড়ে নেমে এসে শ্যামা মেয়ের চুল ভেজাও
কপালের লাল টিপ ভেজাও
প্রার্থিত উর্বর বুক ভেজাও
স্ফিত নিতম্ব ভেজাও
মমতা মাখা সলাজ আচল ভেজাও
তোমার রহস্য উন্মোচন করে দাও।
আঙুল গুলো ধুয়ে দাও
নাভিকূপে জড়োসড়ো হয়ে থাকো
তবু ভেজাও
ভেতর বাড়ির উঠোন ভেজাও
ভিজিয়ে একাকার করে দাও।
ও বৃষ্টি তোমার সৃষ্টির ব্যাকরণ পাঠ করে যাও
আমি যুতসই ফন্দি এটে বসে আছি তোমার অপেক্ষায়।