শরনার্থী বাঈজির রাত আগুনস্রোতে
বিশুদ্ধ পুরুষের বুক পুড়ে ঘুম ভাঙে
আমার নগ্ন আবেগ জনাকীর্ণ নির্জন পথে
ছিটকে আছড়ে পড়ে।
কতটা বহুচারী প্রেম
অনর্থক সতীন নদীর কিনারে দাড়ালে আঁচ করা যায়?
বিত্তহীন প্রেমের ইতিহাস জানে কেবল
নাফেরা ধূলিকণাময় পথ, শ্বেতপদ্মফুল, প্রিয় পাখি
আর সুগন্ধি মাতাল হাওয়া।