পুড়িয়ে পুড়িয়ে আগুনও ছাই হয়ে যায়!
জল পোড়া আগুন সাত সুমুদ্দুর পোড়ায়
মাটি পোড়া আগুন উর্বর ভূমি পোড়ায়
মন পোড়া আগুন ভালোবাসা পোড়ায়।
এভাবে পুনর্বাসিত জীবনের আয়ুষ্কাল কমতে থাকে
আয়ু পোড়া আগুন রঙিন যৌবন পোড়ায়,
চোখের অবুঝ দৃষ্টি পোড়ায়,
আগুনের এই পোড়ানোর নাম নরকভোগ।


মেধার পেয়ালায় তরল আগুন!
লাল লাল আগুন মস্তিষ্ক পোড়ায়
টগবগে শরীরের তাজা রক্ত পোড়ায়
হাড়, মাংস পোড়ায় শীতল আগুন!
পুড়িয়ে পুড়িয়ে আগুন নিজেই ভস্ম!
মাথার চুল গুলো পোড়ায় কালো আগুন
কমলা রঙের আগুন ভেজা ঠোঁট পোড়ায়।
গোপন বৃত্ত পোড়ায় নীল আগুন
কামের ছলনায়,
ভুল আগুন সম্পর্ক পোড়ায়।