আমাকে ফেরাও-
মহাকালের স্রোতে আমি ভেসে যাচ্ছি অকূলদরিয়ায়
আমার নাকে, মুখে, চোখে সমুদ্রনারীর ফেনা আটকে যাচ্ছে। বিচ্ছিরি।
হাত, পা, শরীর জমে যাচ্ছে-
আমাকে ফেরাও কালদরিয়া থেকে।
বুকের ভিতর পাহাড় ভাঙা কি এক ভয়ানক গর্জন! বিসর্জন!
চিৎকার করে ডাকছি, কেউ কি আছো?
আমাকে ফেরাও, ফিরিয়ে আনো
আমি ধীরেধীরে তলিয়ে যাচ্ছি কালো ময়লা মিশ্রিত জলে
এ কেমন নরকযাত্রা? জলের ক্রিয়াকলাপ!
বাতাসের শরীরে থোকা থোকা আগুন, লাল রঙ-
আমার কচি দেহ পুড়ে যাচ্ছে
তোমাদের নিরাপদ দূরত্বে পুড়ে পুড়ে আমি ছাই হয়ে ডুবে যাই, মিশে যাই
যাবতীয় নির্লিপ্ততাকে ছাপিয়ে আমাকে ফেরাও, বাঁচাও-
সুরবালার নাভিকূপে উইল করা আছে মানচিত্র
সংবিধানে লিখে রাখা আছে চিরনির্ভরযান
তবে কেন এই দ্বান্ধিক সমীকরণ?
আমাকে ফেরাও
টেনে ধরো হাত, পা
আমি ছেড়ে যেতে চাইনা বাঈজির ভূগোলে
জুড়ে থাকা অলৌকিক সাঁকো
প্রার্থিত, ধ্যানমগ্ন, নভোমুখী এ জীবন নির্ভুল করে বাঁচতে চাই।
আমাকে ফেরাও, রহস্যযাত্রা থেকে।