খড়কুটো এ জীবন থেকে কি আর পাবে বলো, অবহেলা, বঞ্চনা, কষ্ট অথবা অবৈধ সহবাস
প্রাচীনকাল থেকে আমি জেনেছি ভালোবাসা মানে উন্মুক্ত মনে কারাবাস।
প্রবন্ধ প্রেমিক আমি
আমার নির্জাস জুড়ে কেবল বিষাক্ত আবেগ
ত্যাগের উপকথার আড়ালে ভোগের মন্ত্রবেগ
আমি সত্যি ভালোবাসা বুঝিনা
বুঝতে চাইও না
আমাকে ভালোবাসার কথা বলতে এসোনা
প্রেমের তামাশায় খিলখিল করে হেসোনা
নরকের পথ থেকে সরে যাও
এই পথে রক্তাক্ত হবার আছে উদ্বেগ।


কি এক পাথর আমার বুকেরপাটায় পড়ে আছে
জরাজীর্ণ হতে হতে আমি অনেক পুরনো হয়ে গেছি
রাতের ধূপে টিকে থাকার লড়াইয়ে অবিকল নাচাই বেশ্যাবাড়ির শয়তান
শড়া তলায় নগ্ন হয়ে পড়ে থাকি রাতবিরেতে
গাজার আসরে গান গেয়ে মাতাল হই
তুমি আমার ধারে কাছে এসোনা
জটা চুলে নাচিয়ে যাই অভুক্ত প্রেমিকের শরীর।
নেশা আমাকে অমানুষ করে দিয়েছে
তুমি আমাকে আর মানুষ হতে বলোনা।