পরবাসী হই উল্টোগামী মেঘেরডাকে
মেঘেরা শূন্যচারী ধ্যানমগ্ন থাকে
তরুছায়ার রুমালে ছিটেফোঁটা বৃষ্টি
খরায় খরায় পোড়ায় সবুজ দৃষ্টি।
মাঠেঘাটে লালনিশান
দাহকালের চাই অবসান।
কৃষকের মুখে কতকাল দেখিনা সোনালি হাসি
সেইতো ভালো যদি বৃষ্টি ছুটে আসে কালবৈশাখী।
রুপালি ধানে ঘরে ঘরে ভরে উঠবে গোলা
হালের বলদ আর হবেনা দিগভোলা।