যেই অনুভব আমার মনে
দিচ্ছে দোলা ক্ষণে ক্ষণে,
পাও না তুমি তার কোনো খোঁজ
পার্থিব সুখ আরাধনে।


তার ঘাটে আজ মর্তে তোমার
ধূসর ঊষর পাণ্ডুর ভার,
গ্লানির ভারে ঝুলছে বুকে
রুদ্ধশ্বাসের নীল মণিহার।


তোমার চোখে দেয় না ধরা
সেই মাল্যের অসিত জরা,
ব্যস্ত তুমি নর্ম রসে
সুখ সাধনেই তোমার ত্বরা।


যেই সাধনা আমার মনে
যজ্ঞ সাজায় সঙ্গোপনে,
আর্জি তোমার পায় না তারে
অযুত সুখের নিবেদনে।


তার অভাবে তোমার জীবন
অশন রমণ করছে আপন,
তৃপ্তি সুখে চক্ষু বুঁজে
মিথ্যে পূজার সব আয়োজন।


আমার বুকে তৃপ্তির ভয়
তাই তো দুখে কাটাই সময়,
বেদন বিলাস আমার পুঁজি
আর্তি সুধায় ভরাট হৃদয়।


সেই সুধাবর আমার মনে
অনুপ বোধের ভাবনা বোনে,
তার সাথে নেই তোমার মিলন
রোজনামচার নিরূপণে।


তার বিরাগে মনন তোমার
নকল সুখে জমাট পাহাড়,
হাজার খুড়েও সেই মাটিতে
পাও না তুমি মনের আধার।


আমি খুঁজি দুঃখ খনি
দুঃখে ডুবেই অশ্রু গুনি,
নিঃস্ব হয়ে প্রান্তরে রোজ
ব্যসন সুরের আলাপ শুনি।


সেই সুরে আজ জীবন হাসে
একটু তোমায় ভালোও বাসে,
তোমার তো আজ সেই বোধও নেই
সুখ সাধনের বারো মাসে।


আত্মসুখে বিভোর হয়ে
কে কাঁদে আজ পরাজয়ে ?
তাই তুমি আর কাঁদো না আজ
সব হারানোর কোনো ভয়ে।


আমার মনে কান্নারা সব
সজাগ সটান তবুও নীরব,
মিশ্র বোধের আড়ম্বরে
তাই সাজাই এই প্রেমের বিভব।