একবার চাও তো আমায়
ক্ষোভে রাগে আসল কেঁদে,
হোক পাপ দোষ বা গুনাহ
ভুল দ্বিধা ভ্রম বা জেদে।


একবারই হোক না স্খলণ
অপরাধ? বেআইনী ছল?
লাজ ভয় শঙ্কা খরায়
ছুঁড়ে দাও এক মুঠো জল।


দেখি আমি সাহস তোমার
বেপরোয়া ঢিট বেসামাল,
খুলে ফেলো সব আবরণ
সব স্থিতি হোক বানচাল।


দেখি তুমি হও না তুমিই
হও জ্বর অসুখ বা রোগ,
যোগ সব ভাগ হয়ে যাক
গুন সব হোক না বিয়োগ।


আমি রোজ এমনই উদোম
মন খুলে আশায় থাকি,
হও যদি নিপট নিখাদ
যদি তুমি না হও ফাঁকি।


আমি তাই বেজাত কবি
নই মেকি ভদ্র ভালো,
পৃষ্ঠেই শান্ত … বুকে
চোরাস্রোত গভীর কালো।


একবার কালোই মাখো
কালো জলে নাও ধুয়ে রূপ,
সাদা নিয়ে আলাপে না হয়
এঁটে দাও কৃষ্ণ কুলুপ।


দেখি আমি তোমার রূপে
মাটি ছাই কফিনের রং,
অন্তে যা দেখবো, আজই
দেখি সেই প্রান্তিক ঢং।


আমি তুমি একটিবারই
আমি তুমি হয়েই দেখি,
ফেলে দেয়া নিজস্বতায়
একসাথে হৃদয় রাখি।


হলে হলো অবৈধ চল
না-ই মানি বিধান প্রথা,
তুমি আমি এমন হলে
বৃথা জ্ঞানীগুণীর কথা।


একবার হলামই বৃথা
আর কতো খুঁজবো মানে,
সত্যরা জ্বালুক আগুন
মিথ্যের ফুল বাগানে।


এসো পুড়ি সেই অনলে
শুচি হোক অগ্নিধারায়,
যেতে যদি হবেই, তবে
জ্বলে মরি, কি আসে যায়!