দ্বিধা নিয়ে এসেছিলে তুমি
দ্বিধা দিয়ে গেলে নিশ্চুপে,
তুমি আছো তাই নির্ভার
আমি ডুবি কুণ্ঠার কূপে।


হেলা ভুলে মন দিয়েছিলে
মন নিয়ে দিলে অবহেলা,
অনাদরে তাই ভর করে
স্বাদহীন শ্বসনের মেলা।


সুখ দিতে হয়েছিলে প্রিয়
দুখি করে নিয়ে গেলে সুখ,
লীন সুখে অন্তর শুখা
দুখদাহে নিষিক্ত বুক।


ভুল করে বেসেছিলে ভালো
চলে গেলে ভুলটাকে ভুলে,
ঠিক আজ বিছুটি আগাছা
শাখা ভরা বেঠিকের ফুলে।


সাথী হতে এসেছিলে কাছে
রেখে গেলে আত্মবিলোপে,
একা আছি জীবন রৌদ্রে
ছায়াহীন অবয়ব সঁপে।