খুঁজে দাও এমন মানুষ
অন্তরে যার আলো,
নিয়ত মন দীপনে
সরায় মনের কালো।


এনে দাও এমন মানুষ
দুঃখকে ভালোবাসে,
প্রীতি-প্রেম-সুখ অনুভূতি
দুঃখতে যার ভাসে।


দাও শুধু এমন মানুষ
সুখের সারথি রূপে,
প্রসাদের গুমর নিংড়ে
ফেলে যে অন্ধকূপে।


বরে দাও এমন মানুষ
সত্যটা যার আপন,
ছল জাল মিথ্যেটা পর
ভুলও করে না গোপন।


ভবে দাও এমন মানুষ
নির্লোভ যার স্নেহ,
মানবের প্রেমেই লুটায়
হৃদয় চেতনা দেহ।


শুধু দাও এমন মানুষ
নিখাদ মনন যার,
ভালোবেসে পাবন করে
গরলের সংসার।


মানুষেই ধন্য করো
দেব দেবী থাক দূরে,
শুচি করো মানবজনম
মানুষেরই হাত ধরে।


সুখ দুখ মর্তে থাকুক
মানুষ সাজাক ধরা,
গত ভাবী সবটাই হোক
মানুষের প্রেমে গড়া।