আকাশ পানে চেয়ে খোঁজো কারে ?
কোন সেপিয়া মেঘমলয়ের ধারে ?


সে কি তোমার প্রেম ?
নাকি রঙহীনতার ফ্রেম ?
কোন দুখে সে পর ?
কেন অম্বরে তার ঘর ?


তারে ভেবে মন আকাশে
খুঁজছো কেন জং ?
দেখছো না যে এই আকাশে
মেঘের অনেক রঙ !


নদীর জলে খুঁজছো সে কোন মায়া ?
নীল স্রোতে পাও কোন ধূসরের ছায়া ?


সে কি তোমার কেউ ?
নাকি পোষ না মানা ঢেউ ?
ছুটছে সে কোন পথে ?
কোন নিষিক্ত দ্বৈরথে ?


তারে ভেবে মনের লহর
ভুলছে কেন ঢঙ ?
দেখছো না এই নদীর বুকে
মেঘের অনেক রঙ !