আমার শুধু মনই আছে
মন খারাপের কারণ নেই,
তোমার দেয়া কষ্ট কাঁদে
স্বচ্ছ মনের আয়নাতেই।


কষ্ট ধূপের রশ্মি দহন
মন করে না খারাপ আর,
মন মুকুরের শীতল কাঁচে
লুপ্ত এখন প্রতাপ তার।


আড়চোখে সেই কষ্ট তাকায়
খল রোষে তার দৃষ্টি ক্রূর,
মন-জমিনে হয় না ফাটল
দর্পণে সেই বিম্ব চুর।


চুর হওয়া সেই দৈন্য জ্বলে
গ্রীষ্মক্লিষ্ট আমর্ষে,
রুদ্র খরেও হয়নি আমার  
মন খারাপের কারণ সে।


ফটিক বেরঙ মন-আয়নাতে
দীপ্ত শোভাযাত্রা ঢল,
বৈশাখী রঙ আলপনা জাঁক
বলছে আপন খোঁজে চল।


তোমার দেয়া কষ্ট সেথায়
দেয় না আঁচড় দেয় না দাগ,
হয় তো বা তাই নিদমহলে
তোমায় জাগায় সুপ্ত রাগ।


সেই মহলের নিরেট দেয়াল
পুষছে মরুর লু হাওয়া,
কষ্ট দেয়ার যজ্ঞে পোড়ে
বিফল তোমার সব পাওয়া।


আমার পাওয়ায় মনটাই যা
আর কিছু নেই এই মনে,
মনের ছায়ায় বুনছি আশা
অংশুমালীর পার্বণে।


তাই জীবনে ঋতুর বদল
মন খারাপের সময় কই,
তোমার মনে গ্রীষ্ম শুধুই
আমি তো আর তেমন নই।


মন খারাপের হাজার কারণ
দুলছে তোমার ভাবনাতেই,
কারণগুলো হয় তো তোমার
কিন্তু তোমার মনই নেই।