তোমার জীবন কাটলো শুধু জোছনার খোঁজ করে,
জানলে না চাঁদ বসত করে আমার ছোট্ট ঘরে।
জোছনায় স্নান জোছনা কাব্য জোছনা তোমার সব,
অথচ আমার ঘরেই রজত চন্দ্রমা পল্লব।


তোমার জন্য নিঃস্ব হয়ে চাঁদ এনেছি ... তাও,
তুমিই আমার ঘর করে পর জোছনার বর চাও!
ঘরটা তোমার খোঁজ তালিকায় ঠাঁই পেলো না আর,
চাঁদটা হলো উপেক্ষিত ... কি দোষ ছিলো তার ?


আসল ফেলে খুঁজলে মায়া আজন্ম ভুল পুষে,
ঘুম হারালে ভ্রম বালিশে মন ভরালে তুষে।
ক্ষণিক মায়ার জোছনা তোমায় দেয় নিমিষের সুখ,
চাঁদ হতাশায় বিনিদ্র ... তুমি আবিষ্ট জাগরুক।


চাঁদের সাথে জাগছি আমি নিত্য অবহেলায়,
জীবনস্রোতে ভাসছো তুমি অপূর্ণতার ভেলায়।
এমন খেলায় কে কি পেলো ... সবার হলো ক্ষতি,
তুমি আমি সব হারালাম চাঁদ হারালো দ্যুতি।


তবু মেটে চাঁদটা আমার সঙ্গী জনমভর,
তোমার মতো হয়নি সে তো ভীষণ স্বার্থপর।
তোমার মতো নেই কোনো তার মোহ সাধনের রোগ,
আমার সাথেই তার মিতালী ... অকুণ্ঠ সংযোগ।


নকল সুখের আশায় একাই বাঁচলে তুমি ভ্রমে,
জোছনা বিলাস সুখটা তোমার লুপ্ত অসংযমে।
হয় তো এখন ঢাকছো স্খলন মার্জিত অপলাপে,
কিন্তু এসব ভাবলে ঠিকই বুকটা তোমার কাঁপে।