তুই কি জানিস তোর আগমনে
নহলী স্বপ্ন সাজলো নয়নে,
ঘুমহীন হয়ে দিবানিশি তাই
মানসনেত্র জাগে ...


অনতি স্বপ্নে তৃষিত জনম
দেবধূপে মঁজে রচে বিভ্রম,
সাদামাটা সব কবিতা যে তাই
নবরস-সম লাগে।


তুই কি জানিস তোর আহবানে
মনের ভুবন মাতলো সুতানে,
ফুল পাখিদল ফিরে এলো সব
হৃদয়ের গান শুনে ...


ইট সুরকির জমাট বেদনা
নাগরিক মনে ছিলো হয়ে দেনা,
তোর ছোঁয়া পেয়ে শোধ হলো ঋণ
অলিখিত নিরূপণে।


তুই কি জানিস তোর সুধা পিয়ে
মরণের ভয় গেলো যে হারিয়ে,
দিন ক্ষণ তাই করি না হিসেব
সময়ে ছোঁয়াই জীবন ...


যতোটুকু তোর সোহাগের বর
তাতেই রঙীন আয়ু পরিসর,
অবসানে তাই অকুণ্ঠ হেসে
ধূসর করবো বরণ।


তুই কি জানিস তোরই আদরে
ভালোবাসা ওম মনের চাদরে,
ঘৃণা-দ্বেষ-লোভ পরিভাষা তাই
মন অভিধানে নেই ...


হোক ভালোবেসে বোকা এই মন
নাই বা হলাম জ্ঞানী-গুণীজন,
চাই না ওসব, চাই শুধু তুই
সাথে থাক ... এভাবেই।