সে আমার আজন্ম ভুল
তবু কেন তারই এষণ ?
ভুলে সব মূর্ত উসুল
করি কেন অলীক মাতন ?


সে আমার আমৃত্যু ক্ষোভ
তবু কেন ভুলি না তারে ?
আজও সে যে উলঙ্গ লোভ
বাঁচি তবু শরম ভারে !


সে আমার বেপরদা ঝোঁক
তবু কেন লুকাই লালস ?
ভবে যদি মন প্রতারক
কেন ঢাকি মনের কলস ?


সে আমার অপূর্ণ সাধ
তবু কেন তুষ্টি সুধা ?
বুকে ভরা প্রেম পরিবাদ
পুষি তবু প্রণয় ক্ষুধা !


সে আমার অন্তিম রোগ
তবু কেন অপেক্ষা তার ?
সুখে যদি নেই অনুযোগ
খুঁজি কেন অসুখের ভার ?