সুখের নেই তো প্রয়োজন আমার সুখ তো আমার শখ,
দুখ পাহাড়ের পাথর খুবলে নিত্য শাণাই নখ।


নয় জরুরী পরমায়ু, যদি কবিতা লিখতে পারি,
তোমরা সাজাও মর্ত যজ্ঞ আমি তো স্বপ্নচারী।


প্রেমের নেই যে অভাব, আমি আপন ভুবনে প্রেমী,
ক্ষণিক ভ্রমেই হয় তো ধরার প্রেম হয়েছিলো দামী।


কোন সে বর্ণ নকশা আমার রঙ-ঢঙ আমার অরি,
আমার নেহ সাদাকালো, আমি কবিতায় বাঁচি মরি।


সিদ্ধি ভাগ্য বৈভব যশে কিসের আমার ত্বরা,
তোমরা খোঁজো ঋতুবিলাসে বর্ষা শরত জরা।


তোমরা থাকো পরস্পরের ধূসর গোপন ছোঁয়ায়,
একলা আমি ভালোই আছি স্বচ্ছ মনের মায়ায়।


কে বলেছে তোমরা সঠিক সব তোমাদের ভুল,
প্রেমের নামে রমণ ক্ষুধায় নিত্য ফুটাও হুল।


আমার মনে প্রেমের সুধায় নেই আড়ালের ভয়,
সূত্র বিধির নেই আলামত নেই যে অবক্ষয়।


রতির পূজায় তোমরা হাজার নকশি দেয়াল গড়ো,
আমার খোলা স্নেহের ঘরে বাস করে প্রেম আরো।


মনের সে প্রেম অনন্য, সে একার অহংবোধ,
নেই সে প্রেমে তোমাদের মতো মিথ্যে ঋণের শোধ।