এখনও আমি
পাইনি তোমার দেখা,


সুখ-অসুখের বয়স বরে
শূন্য করে নিঃস্ব ঘরে,
ভগ্ন … তাও লুকোয় না লোভ
নগ্ন … তবু জমকালো ক্ষোভ,
বিফল আশার খোঁজটা আমায়
উঠতে গেলেই খামচে নামায়,
ঊন-পাঁজুরে হৃদয়, তবু
থামছে না সেই খোঁজটা কভু,
বৃত্ত হয়ে ঘুরছে প্রমাদ
প্রেমিক নামের এক অপবাদ
ঘুমহীনতার খর ললাটে
খোদাই করে লেখা,
পেলাম না তাও
আজও তোমার দেখা।


হয়নি মরণ
তোমার প্রেমের বিষে,


রোদ ছায়া মেঘ বৃষ্টি ঝড়ে
মনটা নিরাক, হৃদয় নড়ে,
অনড় অচল অখল সময়
একঘেয়ে সুর, বাউন্ডুলে লয়,
তোমায় ঘিরে হাজার স্তাবক
পলিত যুবা কিশোর বালক,
সুধা-ই তুমি, গরল তো নও
প্রশ্নটা বিষ … কার তুমি হও ?
বুক ফাটে তাও মুখ খুলি না
উত্তরে ত্রাস নাম না জানা,
অনুত্তরে একগুঁয়ে জেদ
ঈর্ষাকে দেয় পিষে,
বেলাজ ঠেঁটা প্রেমিক, আমি
লজ্জা পাবো কিসে ?


পায়নি হৃদয়
একটু তোমার ছোঁয়া,


কৃষ্ণ কেশের উষ্ণ ঘ্রাণে
রক্তে কামুক প্লাবন আনে,
কোমল কটির ধনুক বাঁকে
চোখ বেশরম তাকিয়ে থাকে,
পিঠ বাগানের শ্যামল ছায়ায়
আঙুল অরব সেতার বাজায়,
গ্রীবার তিলে ঠোঁট ছোঁয়ালে
ঠোঁট হতে চায় নীল তোয়ালে,
বুকের ভাঁজে সুপ্ত কাঁপন
এই ভুলে মাত অযুত রোদন,
বুক ভরা শ্বাস তোমার বুকের
মাঝখানে যায় খোয়া,
দুই শরীরে জ্বলছে আগুন
তাও লাগে সব ধোঁয়া।


আজও তাই এই
পৌরুষ তেজে ধার,


নেই পরিতোষ অল্পে … শুধু
দাও না যা তাই লাগে মধু,
রোষে-রাগে-দাপে বিপ্লবে দ্রোহে
মরি বাঁচি শুধু প্রেম অনুগ্রহে,
লোভী আমি তাই ছুটছে সময়
লোভ ছাড়া কার হয়েছে প্রণয় !
যে হাত ধরেছি অভয়ে সাহসে
শক্তি ঢেলেছি হৃদয়ে মানসে,
ভালোবাসা সুখে সঙ্গিনী করে
বুনেছি স্বপ্ন ভাঙা কুঁড়েঘরে,
ভাঙনে গড়নে যুদ্ধে নেমেছি
নিয়ত দুর্নিবার,
এক ভালোবাসা বুকে পুঁজি, তাই
কখনও মানিনি হার।


***************************