আমি কি তোমারই ছিলাম রূদ্ধশ্বাসের ক্ষণগুলোতে ?
জীবনের পণগুলোতে ...  
প্রিয় অভিমানগুলোতে ...
নতুবা হারিয়ে যাওয়া কুড়িয়ে পাওয়া
ফিরিয়ে দেয়া তাড়িয়ে নেয়া
ভীষণ প্রিয় গানগুলোতে ?


তুমি কি আমারই ছিলে শীর্ষ সুখের ক্ষণগুলোতে ?
সাদামাটা পণগুলোতে ...
বুকে পোষা টানগুলোতে ...
নতুবা অচেনা শহরে অযুত প্রহরে
প্রেমের বাসরে সোহাগী আসরে
ভাবনার অভিযানগুলোতে ?


আমরা কি আমরা ছিলাম অপূর্ণতার ক্ষণগুলোতে ?
খামখেয়ালী পণগুলোতে ...
দান প্রতিদানগুলোতে ...
নতুবা আকাশের দেয়া বাতাসের নেয়া
দাদন খেয়ায় প্রেমের বকেয়া
অমৃত আলোয়ানগুলোতে ?