আমি তো তোমার মাঝেই থাকি,


তোমার বর্ণে রঙহীন হই
তোমায় ডুবে পাই যে অথই,
যেথায় আমার সীমানা আঁকা
সেথায় তোমার এষণ রাখা,
বিম্ব যখন ভিন্ন লাগে
তোমার রূপের ভাবনা জাগে,
দুখ জমিয়ে মন কলসে
তোমার আশার ঢাকনা ঠেসে
বাঁচতে থাকি খুব আপতিক  
সুখকে দিয়ে ফাঁকি।


তুমিও তো আমার মাঝেই থাকো,


আমার শোকে হও মায়াময়
আমায় ডুবে করো নির্ভয়,
যেথায় তোমার অসীম সুধা
সেথায় আমার স্বপ্ন ক্ষুধা,
ভিন্ন লাগে নিজকে যখন
ভাবনা তোমার গোছায় জীবন,
মন-নদীটার শুকনো দেহে
তুমিই থাকো জলজ স্নেহে,
সেই প্লাবনেই মন খুঁজে পায়
দুঃখ সুখের সাঁকো।