অল্পতে হও কাতর কেন বন্ধু ?
জীবন জুড়ে অনেক বিষাদ সিন্ধু।
চলার পথে নেই যে শ্যামল ছায়া
তপ্ত রৌদ্রে নেই মমতা মায়া।


তোমার কেন এতো নরম মন ?
হারার ভয়ে থাকো সারাক্ষণ!
জীবনের চেয়ে বড় নয় পরাজয়
যুদ্ধে নামতে কেন করো এতো ভয় ?


নিত্য কেন গুনছো তুমি পুণ্য ?
কে বললো জীবনটা পাপশূন্য ?
কে বুঝালো পাপ-পুণ্যের বিভেদ ?
কে শেখালো এতো বিধিনিষেধ ?


ভেবে ভেবে সময় করছো নষ্ট
মনকে চেপে খামাখা জমাও কষ্ট।
নিঃশ্বাসটাকে বাঁচার প্রভব ভেবে
জীবনটাকে আর কি ক্ষতি দেবে ?


জীবনটা তো নয় যে যেমন তেমন
এক কবিতায় অনেক কথোপকথন।
জীবনকাব্য দীর্ঘ, ঘৃণার জন্য
ভালোবাসায় ক্ষুদ্র আয়ুই ধন্য।